সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার প্রত্যন্ত হাওরাঞ্চলের গ্রামে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুর ২টায় উপজেলার চামারদানী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে আলোকবর্তিকা নামে স্থানীয় একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যােগে এ সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।
সেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোকবর্তিকার সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওই বিদ্যালয়ের প্রতিষ্টাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সামিউল কিবরিয়া, মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহম্মেদ, মধ্যনগর উপজেলা বাস্তবায়ন কমিটির সাধারন সম্পাদক অমরেশ রায় চৌধুরী, আলোকবর্তিকার সাধারন সম্পাদক ঝুটন মিয়া প্রমূখ।
আলোচনা সভা শেষে অনুষ্টানের প্রধান অতিথি সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন স্থানীয় ৩ জন বীর মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এসময় তিনি সংবর্ধিত ৪জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, ২০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ও ৮ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে নগদ অর্থ তুলে দেন ।