সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে অনেকটা ব্যতিক্রমী কায়দায় এক বন্ধুর ১৭ তম জন্মদিন পালন করলো অপর ৬ বন্ধু। রবিবার সকাল ১০ টায় উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে।
নাটোরের সিংড়া উপজেলার দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র আরাফাত হোসেনের জন্মদিন পালন করতে একই শ্রেণীর অপর ৬ বন্ধু তাকে উপজেলা চত্বরের সামনে একটি গাছের সাথে বেঁধে আরাফাতের সমস্ত শরীরে ময়দা, ডিম, রং ও ময়লা মাখিয়ে ব্যতিক্রমী জন্মদিন পালন করে ৬ বন্ধু হৃদয়, শাকিল, ইরান, সোহান, মাহিন ও সিহাব। বন্ধুর জন্মদিন স্মরনীয় করে রাখতে এ ব্যতিক্রমী উদ্যোগ বলে জানায় জন্মদিন পালনকারী বন্ধু ইরান।
তবে বিষয়টিকে স্বাভাবিকভাবে নেননি সচেতন নাগরিক ও অভিভাবক মহল।
ফারহানা ফ্লোরা নামে একজন অভিভাবক জানান, এটা মজা না, সামাজিক অবক্ষয়। এদেরকে এখই থামাতে হবে।
মেহেদি হাসান ও মাজেদুর রহমান নামের দুজন ব্যক্তি বলেন, এহেন কর্মকান্ড প্রমাণ করে সুস্থ মস্তিস্কের বড়ই অভাব। এসব নোংরামি বন্ধ করা উচিত।
সাংবাদিক ও মানবাধিকার কর্মী এনামুল হক বাদশা বলেন, এ ধরনের কর্মকান্ড অত্যন্ত দুঃখজনক। এটা চরম সামাজিক ও নৈতিক অবক্ষয়। এহেন কর্মকান্ড থেকে নতুন প্রজন্মকে বিরত থাকতে হবে। তবেই সম্ভব সুন্দর, শিক্ষিত সমাজ গড়ে তোলা।