গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার ভোরে ৩১ বার তোপধ্বনি ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। সরকারি অফিস আদালত, ব্যাংক বীমা, রাজনৈতিক দল, সাংস্কৃতিক গোষ্ঠী, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথকভাবে দিবসটি পালন করে। উপজেলা বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবসের আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। আরও বক্তব্য রাখেন, বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ, বেলকা ইউনিয়ন জাপার সভাপতি রেজাউল ইসলাম রানা প্রমূখ। এছাড়া উপজেলা প্রশাসন দিনভর ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে। সুন্দরগঞ্জ আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লে ও কুচ-কাওয়াজ পরিবেশন করে। কুচ-কাওয়াজ শেষে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- উপজেলা পষিদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, সিরাজুল ইসলাম, এমদাদুল হক বাবলু প্রমূখ। অসহায়-দুঃস্থ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্নইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।