গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে পুলিশসহ ৬ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে আজ শুক্রবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেয়ার জন্য যুবদলের নতুন আহবায়ক কমিটির আহবায়ক আব্দুর রহমানের নেতৃত্বে একটি গ্রুপ পৌর শহরের মহিলা বাজারে অবস্থান করছিল। অপর দিকে পদ বঞ্চিত যুবদলের নেতাকর্মীদের নেতৃত্বে অপর গ্রুপের নেতাকর্মীগণ শহীদ মিনারে ফুল দিতে না গিয়ে মহিলা বাজারে গিয়ে আগে থেকে অবস্থানরত বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীর উপর অর্তকিত হামলা করে। এতে উপজেলা বিএনপিরসহ সাংগঠনিক সম্পাদক বেলকা ইউনিয়ন বিএনপির সভাপতি ছানোয়ার হোসেন বাবু মেম্বর, জেলা বিএনপির সদস্য মাসুম পারভেজ মঞ্জু, ছাপড়হাটী ইউনিয়ন বিএনপির সভাপতি এফ আই জাহাঙ্গীর মন্ডল, জেলা যুবদলের সদস্য সাজু মিয়া, ছাত্রদলের নেতা নুরনবী আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে গিয়ে এস আই জাহাঙ্গীর আলম আহত হয়। বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক বাবুল আহমেদ জানান, যুবদলের আহবায়ক কমিটি নিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। তিনি জানান, কমিটি সংশোধন করার পর বিভিন্ন অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত নেয়া হয়। তা না মানায় সৃষ্ট ঘটনার উদ্ভব হয়। থানার পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে এসআই জাহাঙ্গীর আলম আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এনিয়ে এখন পর্যন্ত কোন প্রকার মামলা হয়নি।