অনিয়ম ও আÍসাৎ ঠেকাতে নাটোরে ডিজিটাল পদ্ধতিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু করেছে প্রশাসন। এর ফলে তালিকাভুক্ত অতি দরিদ্র শ্রেণির মানুষ ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে সরকারের দেয়া ১০ টাকা কেজির চাল ক্রয় করতে পারবেন।
বুধবার (২৪ মার্চ) সকালে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নে তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে ডিজিটাল পদ্ধতিতে চাল বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্রলাল চাকমা, দিঘাপতিয়া ইউপি চেয়ারম্যান ওমর শরীফ চৌহান।
এবার নাটোর জেলার ৭৬ হাজার ৭০০ মানুষ ডিজিটাল পদ্ধতিতে ১০ টাকা কেজি দরে খাদ্য সহায়তা পাবে।