খেলাধুলা সমাজে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে—–বিশ্বনাথে এমপি মোকাব্বির খান

সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের কেন্দ্রীয় নেতা মোকাব্বির খান বলেছেন, খেলাধুলা সমাজে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। ছাত্র-যুব সমাজকে অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখে। খেলাধুলা মানুষের শরীর গঠনে গূরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর, শান্তির ও সুনির্মল জীবন উপহার দিতে হলে নিজেদের অবস্থান থেকে খেলাধুলার পৃষ্টপোষকতায় এগিয়ে আসতে হবে।তিনি সোমবার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের মাঠে ‘অগ্রণী যুব সংঘ টেংরা’ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে মুফতিরগাঁও স্পোটিং ক্লাব (মুফতিরগাঁও) ৪-৩ গোলের ব্যবধানে এলিড স্টার কমপ্লেক্স (রামধানা)’কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন মুফতিরগাঁও স্পোটিং ক্লাবের গোলরক্ষন আব্দুর রাজ্জাক।অলংকারী ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী আজম আলীর সভাপতিত্বে এবং ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম ও ধারাভাষ্যকার একেএম তুহেমের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামীম মুসা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, বাংলাদেশ ব্যাংকের ক্যাশ শাখার উপ-ব্যবস্থাপক আল-জাহান।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সিতার মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল গণি চৌধুরী মিনহাজ, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েল, সহ সভাপতি আক্তার হোসেন, ক্রীড়া সংগঠক ফারুক আহমদ ফিরুজ, শহিদ আহমদ, ব্যবসায়ী জাহিদ খান, যুবদল নেতা আলাল আহম, ছাত্রদল নেতা ইমরান আহমদ সুমন, টুর্ণামেন্ট আয়োজক কমিটির সাবেক সভাপতি আহমদ আলী, সংগঠক আব্দুস ছালাম, জাকির হোসেন মামুন প্রমুখ।