হাতিবান্ধায় ঠিকাদারকে মারধোর টাকা ছিনতাইয়ের অভিযোগ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় শহিদুল ইসলাম সেলিম (৩৪) নামে এক ঠিকাদারকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় সিমেন্ট ব্যবসায়ীর পাওনা পরিশোধের ১লক্ষ ৯৭ হাজার ৭ শত টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।এ ঘটনায় গত মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে শহিদুল ইসলাম সেলিম বাদি হয়ে আসাদুজ্জামান লেবুকে প্রধান আসামী করে আরও কয়েকজনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে ১৬ মার্চ সকালে উপজেলার দক্ষিন সিন্দুর্না মৌজাস্থ তমর চৌপথি নামক স্থানে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী শহিদুল ইসলাম সেলিম উপজেলার ওই এলাকার রহিজ উদ্দিনের ছেলে। এছাড়া তিনি একজন ঠিকাদার।অভিযোগ সূত্রে জানা গেছে, ১৬ মার্চ সকালে শহিদুল ইসলাম সেলিম অভিযুক্ত লেবুর দোকানের পাওনা টাকা পরিশোধ করে সিমেন্ট ব্যবসায়ী আতাউর রহমানের পাওনা টাকা দেয়ার জন্য উপজেলার মেডিকেল মোড়ের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে উপজেলার তমর চৌপথি মোড়ে অভিযুক্তরা তার পথ রোধ করে। এ সময় তারা টানাহ্যাচড়া ও মারধর করে এবং তার কাছে থাকা সিমেন্ট ব্যবসায়ীর পাওনা পরিশোধের ১লক্ষ ৯৭ হাজার ৭ শত টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। পরে তার আত্মচিতকারে স্থানীয়রা ছুটে এসে শহিদুল ইসলাম সেলিমকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করান।এ বিষয়ে অভিযুক্ত আসাদুজ্জামান লেবু বলেন আমি সেলিমকে কোন মারধর করিনাই বরং সে আমাকে গালাগালি করে এবং আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এটা সেলিমের নাটক এলাকার সবাই জানে।হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলমের জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।