পুঠিয়ায় উদ্ধার করা হলো সরকারি জবর দখল হওয়া খাল


রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নে দীর্ঘ ২০ বছর ধরে সরকারি খাল জবর দখল করে পুকুর খনন করে পানি প্রবাহ বন্ধ করে মাছ চাষ করার আভিযোগে খাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলপুকুর ইউনিয়নের মাহেন্দ্রা কোনাপাড়া এলাকায় থেকে ওই খাল উদ্ধার করা হয়। এলাকাবাসীর অভিযোগ,২০ বছর থেকে ওই এলাকার প্রভাবশালী মাসুদ আলী, মজিবর রহমান, ওমরসহ বেশ কেছু ব্যাক্তিরা খালের পানি প্রবাাহ বন্ধ করে পুকুর খনন করে মাছ চাষ করে আসছিলো। এতে করে গ্রামের কয়েকশ পরিবার বর্ষা মৌসুমে পানি বন্দি হয়ে পড়ে। এবং এলাদকা বিভিন্ন কৃষি জমিতে ফসল ফলাতে না পারায় স্কুল শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে, উপজেলা নির্বাহী অফিসা ও সহকারি কমিশনার (ভূমি)সহ স্থানীয় প্রশাসনের লোকজন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে শ্রমিকসহ এলাকাবাসী দ্বারায় পুকুরের পাড় কেটে দিয়ে খাল উদ্ধার করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাস জানান, দীর্ঘদিন থেকে এই এলাকায় প্রভাবশালী মহল অবৈধভাবে সরকারি খাল জবর দখল করে পুকুর খনন করে আসছে। এতে এলাকায় কৃষকরা ফসল উৎপাদন করতে পারছিল না। এবং বর্ষা মৌসুমে কয়েকশ পরিবার পানি বন্দি হয়ে থাকছে।এছাড়া অভিভাবক ও ছোট ছোট বাচ্চাদের অভিযোগের প্রেরিপ্রেক্ষিতে সেখানে অভিযান পরিচালনা করে খাল কেটে দিয়ে উলমুক্ত করা হয়েছে।