সুনামগঞ্জের মধ্যনগর থানার পল্লী বিদ্যুৎ গ্রাহক এর লাইন কেটে জরিমানা সহ গ্রাহকদের হয়রানি ও দুর্নীতির অভিযোগ উঠেছে। জানা যায় ১৭/৩/২১/ইং বুধবার বিকাল ৪ টায় বকেয়া বিল আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার ১৮ থেকে ২০ তারিখ পর্যন্ত তিনদিন ব্যাপী মধ্যনগর থানার আওতাধীন সকল প্রকার বিদ্যুৎ গ্রাহকদের বকেয়া বিল আদায়ের কার্যক্রম চলিবে বলিয়া ১৭/৩/২১/ইং বুধবার বিকাল ৪ টায় বিদ্যুৎ কতৃপক্ষ মাইকিং প্রচার করেন। অথচ ১৮ তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই প্রভাবশালি গ্রাহক ছাড়া,সাধারণ মানুষের বিদ্যুৎ গ্রাহকদের লাইন কাটার অভিযান চালানো হয়েছে, এছাড়াও অতিরিক্ত বিল বা পরিশোধ কারার পারেও একই মাসের দুই বার বিল বাউচার প্রেরন করারও অভিযোগ রয়েছে, এবং বিদ্যুৎ কতৃপক্ষের নিদর্শনার নোটিশ ঘোষণার নিয়ম নীতি অমান্য করে লাইন কেটে গ্রাহকদের কাছ থেকে জরিমানা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে অনিয়ম দুর্নীতির ব্যাপারে গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে বিদ্যুৎ কতৃপক্ষের কাছে জানতে চাইলে, মোহনগঞ্জ জোনাল অফিস এ জি এম আব্দুল্লাহ আল রোকনী বলেন, এ-সব এলাকার জনগনের প্রতিনিধি ও প্রভাবশালি গ্রাহকরা মাসের পর মাস বিদ্যুৎ বিল দিচ্ছে না, তাই বিল আদায়ের লক্ষ্যে এ অভিযান চালানো হয়েছে। এলাকার সাধারণ মানুষের দাবী, ধনী গ্রাহক ছাড়া,গরিব দরিদ্র গ্রাহকদের বিদ্যুৎ এর লাইন কাটা হচ্ছে, পল্লী বিদ্যুৎ এর এ-সব অনিয়ম দুর্নীতি ও গ্রাহক হয়রানির কবল থেকে রক্ষা করতে সরকারের নজরদারি খুবই প্রয়োজন এবং জরুরি ভিত্তিতে অনিয়ম দুর্নীতি বন্ধ করার জন্য সরকার কতৃপক্ষ দ্রুত ব্যাবস্হা নিতে এলাকাবাসীর জোর দাবী জানাচ্ছেন।