সাঁথিয়া প্রতিনিধিঃ সাঁথিয়া উপজেলার মৎস্য চাষীদের সাথে আর.আর পি ফিস ফিড কোম্পানীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৫ মার্চ সকাল ১১টায় উপজেলার বোয়াইলমারী বাজারে ভাই ভাই ফিস ফিডের স্বত্বাধিকারী সুজন কুমার, শাহ আলম, ইসমাইল হোসেনের আয়োজনে ও আর.আর,পি এগ্রো ফার্মস এর সহযোগিতায় স্থানীয় মৎস্য চাষীদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভাই ভাই ফিস ফিডের স্বত্বাধিকার সুজন কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আর,আর,পি এগ্রো ফার্মস এর ডিজিএম ডাঃ মোঃ মনিরুজ্জামান। সাঁথিয়া উপজেলার সর্বত্রে বানিজ্যিক ভাবে পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মৎস্য চাষ হয়ে থাকে। সভায় চাষীদের পুকুর প্রস্তুত প্রণালী থেকে পোনা মাছ ছাড়া এর সুষম খাদ্য খাওয়ানো, নিয়মিত পরিচর্যা, ভিটামিন ও পুকুর পাড়ের যতœসহ মাছ চাষ করে চাষীদের লাভবান হওয়ার বিভিন্ন কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। কোম্পানীর প্রতিনিধিরা মৎস্য চাষীদের বিন্নি প্রশ্নের উত্তর দেন। মৎস্য চাষে আর,আরপি ফিস ফিডের গুনাগুন মৎস্যচাষীদের কাছে তুলে ধরেন তারা। এসময় চাষীদের মাঝে আলোচনা করেন জনাব আলী এ,এস,এম আর,আরপি এগ্রোফার্মস, আরশাদ হোসেন রুমন ফিসারিজ এ,এস,এম আর,আরপি এগ্রোফার্মস, রফিকুল ইসলাম আর,এস,এম আর,আরপি এগ্রোফার্মস, মেহেদী হাসান ফিসারিজ এরিয়া ম্যনেজার আর,আরপি এগ্রোফার্মস, হাসান পাবনা এরিয়া ম্যানেজার আর,আরপি এগ্রোফার্মস প্রমুখ।