আধুনিক প্রযুক্তির মাধ্যমে গবাদিপশুর দুগ্ধ উৎপাদন ও বিপনন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ১৫-২১ সোমবার সকাল ৯টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়মে অনুষ্ঠিত হয়েছে।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দৈনিক হরিপুর এর প্রকাশক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম কিবরিয়া, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সুবর্ণা রানী চৌধুরী, সাংবাদিক জসিম উদ্দীন ইতি, উপজেলা প্রাণিসম্পদ মাঠ সহকারী রাসেদ্দুজামাদ রাসেল প্রমূখ।উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা পরিষদ এবং সহায়তায় করেন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন – এজেন্সি ( জাইকা) ।প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ১২০ জন।