“বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙিন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস ২০২১ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, বগুড়ার উদ্যোগে আগামী ১৭ মার্চ ২০২১সকাল ১০টায় বাংলাদেশ শিশু একাডেমি, বগুড়া কার্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা ৪টি বিভাগে অনুষ্ঠিত হবে যথাক্রমে ক বিভাগ-১ম হতে ৩য় শ্রেণি বিষয়ঃ আমাদের বঙ্গবন্ধু ও বাংলাদেশ, খ-বিভাগ- ৪র্থ হতে ৭ম শ্রেণি বিষয়ঃ বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙিন, গ- বিভাগ ৮ম হতে ১০ম শ্রেণি বিষয়ঃ বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙিন ও বুদ্ধি প্রতিবন্ধি শিশুদের জন্য ১ম -১০ম শ্রেণি পর্যন্ত বিষয়-ইচ্ছেমতো। এছাড়াও রচনা প্রতিযোগিতা ২টি বিভাগে অনুষ্ঠিত হবে যথাক্রমে ক-বিভাগ ৫ম হতে ৭ম শ্রেণি বিষয়ঃ বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ। শব্দ সংখ্যা অনুর্ধ্ব ৪০০ ও খ -বিভাগ-৮ম হতে ১০ম শ্রেণি বিষয়ঃ বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ। শব্দ সংখ্যা অনুর্ধ্ব ৬০০। রচনা এ ফোর সাইজের কাগজের এক পৃষ্ঠায় লিখতে হবে। খাতায় নাম , পিতা ও মাতার নাম, স্কুল, শ্রেণি, মোবাইল নং লিখে রচনা আগামী ১৬ মার্চ ২০২১ তারিখ সকাল-১১টার মধ্যে বাংলাদেশ শিশু একাডেমি, বগুড়ায় জমা দিতে হবে। এ ব্যাপারে বিস্তাারিত জানার জন্য বাংলাদেশ শিশু একাডেমি, বগুড়ায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।