নির্মলেন্দু সরকার বাবুল, দুর্গাপুর,নেত্রকোনা
নেত্রকোনার দুর্গাপুরে ভয়াবহ আগুনে পুড়ে গেছে দুইটি বসতঘর সহ একটি মন্দির। । মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে দুর্গাপুর পৌর শহরের দক্ষিন ভবানীপুর গ্রামের তুষার কান্তি দাসের বাসায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা । প্রায় ঘন্টাব্যাপী চেষ্টায় গ্রামবাসী আগুন নিয়ন্ত্রনে আনে।
তুষার কান্তি দাস প্রতিবেদককে জানান, সন্ধ্যায় বাসায় ব্যক্তিগত কালী পূজার আয়োজন করা হচ্ছিলো । পরিবারের সবাই কালী পূজার আয়োজনে ব্যস্ত ছিলো । হঠাৎ ছয়টার দিকে বিদ্যুতের টানানো তার থেকে আগুনের ফুলকী উপরে উঠে ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা তুষারের স্ত্রী কনা রানী দাস ঘরের মালামাল সরাাতে গেলে আগুনের ফুলকা তার ডান পায়ে পড়ে পা পুড়ে যায়।
ক্ষয়ক্ষতির বিষয়ে তুষার বলেন, মন্দিরে প্রায় লক্ষাধিক টাকার আসবাবপত্র ও বসত ঘরে রক্ষিত আসবাবপত্র সহ প্রায় চার লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।
এ বিষয়ে পৌর মেয়র আলা উদ্দিন বলেন, ক্ষতিক্ষস্থ পরিবারকে পৌরসভার পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে।
স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার বলেন, ইতিমধ্যে ক্ষতিগ্রস্থ পরিবারকে সাময়িক আর্থিক সহায়তা করা হয়েছে। পরবর্তীতে সকল ধরনের সহযোগিতা করা হবে।