ভারতের সঙ্গে বাণিজ্য নতুন উচ্চতায় যাবে: বাণিজ্যমন্ত্রী

কিছুদিন পরেই বাংলাদেশে সফরে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এই সফর করবেন তিনি। সে উপলক্ষ্যে চলতি বছরেই বাংলাদেশ-ভারত বাণিজ্য নতুন উচ্চতায় চলে যাবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।

তিনি বলেন, ‘আমরা চাই স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছে যাক। যা দুই দেশের কাছেই চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা আশাবাদী দুই দেশের মধ্যে যেই সমস্যাগুলো বিদ্যমান আছে তার সমাধান হবে। বিনিয়োগের দিকেও মনোযোগ দিয়েছি আমরা।’
ধাজধানী ঢাকায় ভারতের বাণিজ্য সচিব অনুপ ওয়াধাওয়ানের সঙ্গে এক বৈঠকের পর এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এসময় সেখানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইসামী উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্কের নতুন দ্বার খুলতে যাচ্ছে। পাট ও অন্যান্য পণ্য নিয়ে যেসব জটিলতা আছে তা শিগগির সমাধান করা হবে।’