আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোকিত নারী উদ্যোক্তা সোসাইটির উদ্যোগে ৮ মার্চ বিকেলে পিসিসিএস বাজারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোকিত নারী উদ্যোক্তা সোসাইটির সভাপতি পূর্ণিমা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জাতীয় মহিলা সংস্থা পাবনার চেয়ারম্যান শামিমা ইয়াসমিন শিরিন, জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি এডঃ বেলায়েত আলী বিল্লু, পাবনা সংবাদপত্র পরিষদেও সভাপতি আব্দুল মতীন খান, ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম এবং এ্যাডঃ কাজী আলম। স্বাগত বক্তব্য দেন আলোকিত নারী উদ্যোক্তা সোসাইটির সম্পাদক মনোয়ারা পাভীন। আলোকিত নারী উদ্যোক্তা সোসাইটির সাংগঠনিক সম্পাদক নাজিরা পারভীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিববুর রহমান, আসিয়াব কো অর্ডিনেটর আব্দুস সামাদ, বাচঁতে চাই নির্বাহী সম্পাদক আব্দুর রব মন্টু,সিিিডবির এ্যারিয়া ম্যানেজার ডাঃ নাইমা ইসলাম, আলোকিত নারী উদ্যোক্তা সোসাইটির প্রচার সম্পাদক মালা সরকার, অর্থ সম্পাদক নাসরিন পারভীন প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার সভাপতি ড. মনছুর আলম এবং সহ-সভাপতি অধ্যক্ষ জেবুন্নেছা ববিন। অনুষ্ঠানে সোসাইটির সদস্য রতœা, চুমকি, আলেয়া, জুঁই, চাঁদনী প্রমুখসহ বেশ কয়েকজন উদ্যোক্তা তাদের নিজেদের তৈরী পোষাক সহ অনুষ্ঠানে অংশ নেন। মনোজ্ঞা সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট গীতিকার ও সুরোকার উত্তম কুমার দাস।