নাটোরে ভুয়া ডাক্তারের ৫০ হাজার টাকা জরিমানাসহ ৬ মাসের জেল

নাটোরে ইদ্রিস আলী (৫০) নামে এক ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা সহ ৬ মাসের জেল দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। এমবিবিএস ডিগ্রী না থাকা সত্ত্বেও ইদ্রিস আলী ডাক্তার পরিচয়ে প্রেসক্রিপসন করে চিকিৎসা দিয়ে রোগীদের সাথে প্রতারণা করছিলেন। এছাড়া তিনি ইলা ড্রাগিস্ট এন্ড কেমিস্ট ফার্মেসী নামে একটি লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার খুলে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। রোববার বেলা ১১টার দিকে সিপিসি-২ র‌্যাব নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে র‌্যাবের ওই ভ্রাম্যমান আদালত সদর উপজেলার দরাপপুর বাজারের ইলা ড্রাগিস্ট এন্ড কেমিস্ট ফার্মেসী নামে লাইসেন্সবিহীন ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মোঃ ইদ্রিস আলীকে আটক করে । দন্ডপ্রাপ্ত ইদ্রিস আলী ওই ডায়াগণষ্টিক সেন্টারের মালিক এবং কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত অফের উল্লার ছেলে।