বগুড়া শাজাহানপুর উপজেলার মানিকদিপা বিন্নাচাপড় গ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গঠিত স্বপ্নপূরুন স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা-উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে স্বপ্নপূরণ স্কুলের উপদেষ্টা ইনডিপেনডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চল ব্যুরো প্রধান হাসিবুর রহমান বিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতœতাত্তি¡ক অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক নাহিদা সুলতানা, নারী উদ্যোক্তা তাহমিনা পারভীন শ্যামলী এবং জয়যুগান্তর পত্রিকার বার্তা সম্পাদক খোরশেদ আলম। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ভিবিডির রাজশাহী বিভাগের সভাপতি মিজানুর রহমান, বগুড়া জেলা কমিটির সভাপতি আবু হাসান, পিআরও ইয়ামেতুল হাসান প্রমুখ। উল্লেখ্য, উক্ত স্কুলের কার্যক্রম শুরু হয় আজ থেকে কয়েক বছর আগে। সে সময় পরিপূর্ণ স্থাপনা না থাকলেও আজ পাঠশালাটির একটা শক্তিশালী অবকাঠামো তৈরি হয়েছে। এছাড়াও অনুষ্ঠানে করোনাকালীন সময়ে বাসায় লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্যে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।