র‌্যাব-৯ এর বিভিন্ন অভিযান

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ এবং এএসপি মোঃ আব্দুল¬াহ এর নেতৃত্বে আজ ৩ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে যৌথ একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার সদর থানাধীন আমিরপুর এলাকা থেকে ৩৩ পিস ইয়াবাসহ মাদক কারবারী জনৈক মোঃ নজরুল ইসলাম (৬৭)কে গ্রেফতার করা হয়েছে। সে সুনামগঞ্জ সদর থানার মৃত আঃ হেকিম এর পুত্র। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি এ,কে,এম কারুজ্জামান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন উবাহাটি এলাকা থেকে ৫ কেজি গাজাঁ জব্দসহ পেশাদার মাদক কারবারি মোঃ রাসেল মিয়া (৩০)কে গ্রেফতার করা হয়েছে। মে চুনারুঘাট থানার শিরিকান্দি গ্রামের মৃত আনোয়ার আলী এর পুত্র। অপরদিকে, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ কোম্পানী (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি এ,কে,এম কামরুজ্জাম এবং দেবানাদ সিন্হা, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার সদর থানা এবং বাহুবল থানা এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এন আর বি ব্রিকস’কে ৫০,০০০/-, মেসার্স নিউ মেট্রো ব্রিকস’কে ৫০,০০০ টাকা, নিউ সুজাত ব্রিকস’কে ৪০,০০০/- টাকাসহ ৩ প্রতিষ্ঠান’কে এক লক্ষ চল্লি¬শ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯ এর উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন, এএসপি আফসান আল আলম এবং মোঃ আমিরুল ইসলাম মাসুদ, শ্যামল পুরকায়স্থ (সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট) এর নেতৃত্বে এসএমপির কোতোয়ালী থানা এবং সিলেট জেলার জৈন্তাপুর থানা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে প্রিন্স রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার’কে ১০,০০০/-,সুমেল স্টোর’কে ২,০০০, মীম ড্রিংকিং ওয়াটার’কে ১০,০০০, শাহ কবির ফার্মেসী’কে ৫,০০০, আজমীর রেস্টুরেন্ট’কে ৫,০০০, নিখাদ স্টোর’কে ৫,০০০, মুসলিম সুইটস’কে ৩০,০০০, ফিজা এন্ড কোং’কে ১০,০০০, স্বাদ’কে ১০,০০০ টাকাসহ ৯প্রতিষ্ঠানকে সর্বমোট সাতাশি হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে।