নাটোরের বড়াইগ্রাম উপজেলার সাতটি ইউনিয়নে বিএনপির আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে। বুধবার উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ আলী আকবর নবগঠিত এসব কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে ১ নং জোয়াড়ী ইউনিয়নে রফিকুল ইসলাম বাবলুকে আহবায়ক, আবু ইউনুস আনোয়ার মাষ্টারকে এক এবং জুলহাস উদ্দিনকে দুই নং যুগ্ন আহবায়ক করা হয়েছে। ২ নং বড়াইগ্রাম ইউনিয়নে লুৎফর রহমানকে আহবায়ক এবং রেজাউল করিম রেজাকে এক ও ডা. আবুল হাশেমকে দুই নং যুগ্ন আহবায়ক, ৩ নং জোনাইল ইউনিয়নে শহিদুর রহমানকে আহবায়ক এবং সাবেক চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাসেলকে এক ও দেলোয়ার হোসেনকে দুই নং যুগ্ন আহবায়ক করা হয়েছে। অধ্যাপক সাজদার রহমানকে আহবায়ক এবং জাহাঙ্গীর আলমকে এক ও আরশাদ আলীকে দুই নং যুগ্ন আহবায়ক করে ৪ নং নগর ইউনিয়ন আহবায়ক কমিটি করা হয়েছে। চেয়ারম্যান আব্দুল আলীমকে আহবায়ক এবং আব্দুস সামাদ ব্যাপারীকে এক ও আব্দুল কুদ্দুস মজুমদারকে দুই নং যুগ্ন আহবায়ক করে মাঝগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে। অপরদিকে, গোপালপুর ইউনিয়ন বিএনপির কমিটিতে সাহাবুদ্দিন মন্ডলকে আহবায়ক এবং সাইফুল ইসলাম খলিফাকে এক ও শাহিন খানকে দুই নং যুগ্ন আহবায়ক এবং ৭ নং চান্দাই ইউনিয়নে হাসিনুর রহমান মাষ্টারকে আহবায়ক এবং হাবিবুর রহমানকে এক ও আব্দুল আওয়াল টিপুকে দুই নং যুগ্ন আহবায়ক করা হয়েছে।