আ’লীগ ক্ষমতায় থাকলে অপরাধ দমন হয়- টুকু এমপি

আ’লীগ ক্ষমতায় থাকলে অপরাধ দমন হয়। বাংলাদেশ আওয়ামীলীগ একটি সুসংগঠিত সংগঠন। এ সংগঠনের কর্মীরা নেতা নির্বাচনের সঠিক সিদ্ধান্ত দেয়। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়ন আ’লীগের কমিটি গঠন প্রক্রিয়া চলছে। কথা গুলো বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড, শামসুল হক টুকু এমপি। মঙ্গলবার সাঁথিয়া উপজেলাধীন নন্দনপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। জোড়গাছা ডিগ্রী কলেজ মাঠে নন্দনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম লিটন মোল­ার পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। আরো বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আশিফ শামস্ রঞ্জন, উপজেলা আ’লীগ নেতা হাসান আলী খান, রবিউল করিম হিরু, মিরাজুল ইসলাম প্রামানিক, শাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু প্রমুখ। পরে দ্বিতীয় অধিবেশনে নন্দনপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি পদে প্রতিদ্ব›িদ্ব করে সাবেক সভাপতি নুর মোহম্মদ বিপুল ভোটে তৃত্বীয় বার সভাপতি এবং বিনা প্রতিদ্ব›িদ্বতায় সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম লিটন মোল­া ২য় বার সাধারন সম্পাদক পদে নিবার্চিত হন।