লাউয়াছড়ায় জঙ্গী সংগঠনের সক্রিয় সদস্য অস্ত্র, উগ্রবাদী বই ও লিফলেটসহ গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব-৯ ) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার কমলগঞ্জ থানাধীন লাউয়াছড়া পার্কের ভিতরে সরকার ঘোষিত নিষিদ্ধ জঙ্গি সংগঠন “আনসার-আল-ইসলাম”এর সক্রিয় সদস্য মোঃ কামরুজ্জামান লিটন(৩৬)কে একটি বিদেশী রিভলভার, বিপুল সংখ্যক আইন শৃংখলা বিরোধী লিফলেট ও জিহাদী বইসহ গ্রেফতার করে। সে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার সাতরিলাকুল গ্রামের মোঃ উম্মত আলী মন্ডল এর পুত্র। এ সময় অন্যান্য জঙ্গী সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। র‌্যাব সুত্রে জানা গেছে- আটক লিটন দেশের বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “আনসার-আল-ইসলাম” শক্তিশালী করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারীর বাহিরে থেকে নাশকতা মূলক পরিকল্পনা করার জন্য সমবেত হয়েছে এবং সে বিভিন্ন জেলা থেকে অর্থ সংগ্রহ ও কর্মী সংগ্রহের কাজ করে থাকে। তাকে জিঞ্জাসাবাদে আরও অনেক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে এবং অন্যান্য আসামীদের গ্্েরফতারে অভিযান অব্যাহত রয়েছে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বাংলাদেশে মানুষের কাছে একটি আস্থা ও বিশ^াসের প্রতীক। অন্যান্য আইন শৃংখলা বাহিনীর মত র‌্যাবও তার উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে পালন করে আসছে। বিভিন্ন সময় দেশের অভ্যন্তরে বিভিন্ন জঙ্গী সংগঠনের মূল হোতা ও তাদের সক্রিয় সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় এনে অভ্যন্তরীন শান্তি শৃঙ্খলা রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে । সাম্প্রতিক সময়ে র‌্যাব-৯ এর আভিযানিক ও গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে পরিলক্ষিত হয় যে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “আনসার-আল-ইসলাম”এর লিফলেট বিতরণ সহ অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে। তারা সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে দেশের সার্বভৌমত্বের পরিপন্থি উগ্রপন্থী মতামত লিফলেট আকারে প্রকাশ এবং তা বিতরণ করা সহ তাদের জঙ্গীবাদের মতাদর্শ গোপনে প্রচার করে আসছে। তারা ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে যুব সমাজকে জঙ্গীবাদের দিকে অগ্রসর করানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এছাড়াও তারা নিজেদের সংগঠনকে আর্থিক ভাবে শক্তিশালী করার লক্ষ্যে নিয়মিত চাঁদা সংগ্রহ করে যাচ্ছে। এই সকল ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার লক্ষ্যে র‌্যাব-৯ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।