নেত্রকোনার কলমাকান্দায় ময়মনসিংহ রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী ভক্তিপ্রদানন্দজী মহারাজের আগমন উপলক্ষে উপজেলার বড়খাপন এলাকার ভক্ত সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে অঞ্জন সরকারের বাড়িতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী ভক্তিপ্রদানন্দজী মহারাজ, বিশেষ অতিথি ছিলেন ব্রহ্মচারী বিবেক মহারাজ, ব্রহ্মচারী উমেশ মহারাজ ও বড়খাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম হাদিছুজ্জামান হাদিস। সম্মেলনে সভাপতিত্ব করেন কলমাকান্দা রামকৃষ্ণ আশ্রমের সাবেক সভাপতি মুক্তিময় তালুকদার। আর সভাটি সঞ্চালনা করেন কলমাকান্দা সারদা সংঘের সভাপতি শেলী রানী সাহা ।
ভক্ত সম্মেলনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচশতাধিক ভক্ত অংশগ্রহণ করেন। সম্মেলন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান হয়েছে।