কলমাকান্দায় মাদক সেবনের দায়ে দুই তরুণকে জরিমানা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদক সেবন ও পরিবহনের দায়ে দুই তরুণকে বিশ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সোহেল রানা শনিবার রাতে এই সাজা দেন। জরিমানা পাওয়া তরুণেরা হলেন মো. রফিকুল ইসলাম (২৭) ও মো. নয়ন মিয়া (২৬)।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় উপজেলার রংছাতি ইউনিয়নের মনগড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের ইন্সপেক্টর আল আমিন, সাব-ইন্সপেক্টর আজগর আলী।এই অভিযান পরিচালনা করে রফিকুল ও নয়ন নামে দুই তরুণকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক জারিকেন ছোলাই মদ উদ্ধার করা হয়। পরে রাত ১০টার দিকে রফিকুল ও নয়নকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করলে ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সোহেল রানা মাদকসেবন ও পরিবহনের দায়ে ওই দুই তরুণকে বিশ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করেন।