শেরপুরে সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত

শেরপুরে সমকাল সুহৃদ সমাবেশ ডিসট্রিক্ট ডিবেট ফেডারেশন (এসডিডিএফ) ও বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) এর সহযোগিতায় শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলার ৮টি স্কুলের বিতর্ক দল এই উৎসবে অংশগ্রহণ করেন। এসডিডিএফ এর সভাপতি সমকাল জেলা প্রতিনিধি  দেবাশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে ও সমকাল সুহৃদ সমাবেশ শেরপুর জেলার সাধারণ সম্পাদক,শাহ মুহাম্মদ ইমতিয়াজ চৌধুরী শৈবালের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ওয়ালীউল হাসান। সকালে উদ্বোধনী পর্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা হাসনা হেনা, সমকাল সুহৃদ সমাবেশ শেরপুরের সভাপতি বরকত উল্লাহ, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু তারেক, মডেল গার্লস ইন্সটিটিউটের শিক্ষিকা আকলিমা আক্তার। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি, শেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ওয়ালীউল হাসান চ্যাম্পিয়ন ও রানার আপ দলের সদস্যদের মাঝে পুরস্কার ও সনদপত্র তুলে দেন। পুরস্কার বিতরণী শেষে অংশগ্রহণকারী বিতর্ক দলের সদস্যরা ফটোসেশানে অংশ গ্রহণ করে।