রাজশাহীতে দুদকের মামলায় ইনজামুল হক এক ব্যাক্তিকে দুই বছরের সশ্রম কারাদন্ড এবং ছয় লক্ষ পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। রবিবার রাজশাহী বিভাগীয় স্পেশাল জজ আসামী ইনজামুল হককে এ সাজা দেন। ইনজামুল হক জেলার গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামের মো.একরামুল হকে ছেলে। তিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ), সাপাহার জোনের সহকারী মেকানিক ছিলেন। মামলা সুত্রে জানা যায়, ইনজামুল হক বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ),নওগাঁর সাপাহার জোনে কর্মরত থাকাকালে পানি সেচের জন্য বিএমডিএ কর্তৃক নির্ধারিত কুপনের পরিবর্তে জাল কুপন সৃষ্টি করে। এবং জালিয়াতির মাধ্যমে সরকারের ৬ লক্ষ ১০ হাজার ৫শ টাকা আত্মসাতের অভিযোগে সাপাহার থানায় ২০০৮ সালে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক (বর্তমানে অবসরপ্রাপ্ত) জনাব সমর কুমার মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন এবং বিচার শেষে আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদন্ড এবং ছয় লক্ষ পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এবং তাকে উক্ত জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদানের নির্দেশনা দেওয়া হয়।এসময় সদুর্নীতি দমন কমিশনের পক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রিসিকিউটর জনাব মো. শহীদুল হক খোকন।