জীবনবাজি রেখে দেশের জন্য যুদ্ধা করা নাটোরের লালপুর উপজেলারমুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে প্রধানমন্ত্রীর ঘর উপহার দিয়েছেন জেলাপ্রশাসক মো: শাহরিয়াজ। শনিবার লালপুর উপজেলার আব্দুলপুর গোসাইপাড়াএলাকায় দুই কক্ষ বিশিষ্ট ঘরটি হস্তান্তর করেন জেলা প্রশাসক মো: শাহরিয়াজ।এসময় জেলা প্রশাসক মুক্তিযোদ্ধাকে মিষ্টি খাইয়ে নতুন ঘরে তুলে দেওয়ারপাশাপাশি চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার হিসেবেপ্রদান করেন জেলা প্রশাসক। ঘর হস্তান্তর অনুষ্ঠানে লালপুর উপজেলা পরিষদেও চেয়ারম্যান ইসাহাক আলী সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্ত্রী-ছেলে মেয়ে নিয়ে রেলওয়ের জায়গায় বসবাস করতেন ৮০ বছর বয়সী বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন। রেল বিভাগের উচ্ছেদ অভিযানে স¤প্রতি তিনি গৃহহারা হয়ে ছেলে মেয়ে নিয়ে মানবেতর জীবন-যাপন করছিলেন। এনিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি জেলা প্রশাসকের নজরে এলে তিনি আমজাদকে ঘরনির্মাণ করে দেওয়ার প্রতিশ্র“তি দেন। প্রতিশ্র“তি অনুযায়ী জেলা প্রশাসকের নিজস্ব তহবিল হতে টিআর প্রকল্পের আওতায় দূর্যোগ সহনীয় ঘর নির্মাণ করেমুক্তিযোদ্ধা আমজাদের হাতে ঘরের চাবি তুলে দেন প্রশাসক মো: শাহরিয়াজ।