প্রাণের বর্ণমালা

অ,আ,ক,খ বর্ণমালা গাঁথে
মনে কোণে যখন,
মধুর সুরে গাই গান আর
কথা বলি তখন।

বাংলা ভাষা আমার মা’য়ের
তা থেকে আমার পাওয়া,
মাতৃভাষা বাংলা আমার
প্রাণখুলে সুরে গাওয়া।

সকল জাতির ভেদাভেদ ভুলে
কামার কুমার জেলে,
প্রাণের বিনিময়ে এনেছে বর্ণ
বাংলার দামাল ছেলে।

সোচ্চার বাংলার প্রিয় মানুষ
প্রাণের ভয় নাই,
ভাষার জন্য দেশের জন্য
যুদ্ধ করেছে তাই।

আজ আমরা অধিকার নিয়ে
বাংলায় কথা বলি,
খালি পায়ে শহীদ’দের স্মরণে
শহীদমিনারে চলি।