বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আব্দুল বাতেন বিপিএম পিপিএম বলেছেন, বিট পুলিশিং এর মাধ্যমে মানুষের দোরগোঁড়ায় পুলিশিং সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এই সেবার মান দিনে দিনে আরও বৃদ্ধি পাবে সেই লক্ষ্যেই ঐক্যবদ্ধ রয়েছে পুলিশ পরিবার।
ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার বগুড়ার আয়োজনে শনিবার পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বগুড়া ও নাটোর জেলার ৩০জন বিট অফিসার এর অংশগ্রহণে অনুষ্ঠিত ৮ম ব্যাচের বিট পুলিশিং বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন।
কর্মশালায় ডিআইজি বাতেন আরো বলেন, বাংলাদেশ পুলিশের আইজিপি পুলিশ বাহিনীকে নিয়ে ৫টি ভিশন বাস্তবায়নের চেষ্টা করছে যথাক্রমে, দুর্নীতিমুক্ত পুলিশ, মাদকমুক্ত পুলিশ, পুলিশের আচরণগত শুদ্ধিকরণ, পুলিশের কল্যাল নিশ্চিতকরণ এবং বিট পুলিশিং এর মাধ্যমে ডোর টু ডোর ভোগান্তিবিহীন পুলিশিং সেবা নিশ্চিতকরণ যা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে পুরো পুলিশ পরিবার। এই ৫টি ভিশন বাস্তবায়নে তিনি পুলিশ সদস্যদের সকলকে আন্তরিক ও সর্বদা শতভাগ সেবা দেওয়ার মনোভাব নিয়ে কাজ করার আহŸান জানান।
ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার বগুড়ার কমাড্যান্ট (পুলিশ সুপার) মো: বেলাল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)। এসময় কর্মশালায় জেলা পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে আলী হায়দার চৌধুরী (প্রশাসন), মোতাহার হোসেন (ডিএসবি), রফিকুল আলম (ইন-সার্ভিস), জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।