বগুড়ায় ২৪ ঘন্টায় ৯ জনের করোনা শনাক্ত, চিকিৎসাধীন ৩৯ জন

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ৯৬টি নমুনা পরীক্ষায় নতুন করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে যার মাঝে সদরের ৮ জন এবং বাকী ১ জন দুপচাঁচিয়া উপজেলার। তবে নতুন করে মৃত্যুর কোন ঘটনা নেই, শনাক্তের হার কমে গেলেও বগুড়াতে এখনো করোনাভাইরাস নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩৯ জন।
শনিবার মুঠোফোনে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান তুহিন। তিনি জানান, ১৯ ফেব্রæয়ারী শুক্রবার বগুড়া শজিমেকে মোট ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছিল যেখানে ৮ জন করোনা শনাক্ত হয় এবং টিএমএসএস এর আরটিপিসিআর ল্যাবে ২জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১ জন।
ডা: তুহিন আরো বলেন, বগুড়াসহ সারাদেশে ইতিমধ্যেই করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে যার ফল আসতে কিছুটা দেরী হবে স্বাভাবিকভাবেই। যেহেতু করোনা বারংবার রুপ পরিবর্তন করছে তাই শনাক্তের হার কমে গেলেও তিনি সকলকে স্বাস্থ্যবিধি অনুসরণ করার আহŸান জানান। উল্লেখ্য, এখন পর্যন্ত বগুড়ায় মোট করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৯’শ ৬৭ জন যাদের মাঝে সুস্থ হয়েছেন ৯ হাজার ৬’শ ৭৯ জন। এই জেলায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২’শ ৪৯ জনের এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৯ জন।