একুশ মানেই ভাষার প্রাণ

একুশ বাংলার অহংকার
মা’য়ের ভাষার অলংকার
সাজে আপন প্রাণে,

ভাষার মাসের তৃষিত ধ্বনি
বুকের ভেতর বাজে খঞ্জনি
ভাষা শহীদের ঘ্রাণে।

বাংলাদেশের বাংলা ভাষা
পূর্ণ করেছে প্রাণের আশা
দামাল ছেলের রক্ত,

আমরা বাঙ্গালী আছি যত
মা’য়ের আদর স্নেহের মতো
বাংলা ভাষার ভক্ত।

জব্বার,শফিক আরও তারা
নাম না জানা শহীদ যারা
পেতে দিলেন বক্ষ,

মাতৃভাষা রক্ষার জন্য
জীবন বিলিয়ে তারাই ধন্য
ছিল অসীম দক্ষ।

শহীদ মিনারে বাঙ্গালী গিয়ে
স্মরণ করে ফুল দিয়ে
একুশের প্রতিক্ষণ,

সালাম/দোয়া শহীদের প্রতি
দিলাম আবার প্রতিশ্রুতি
মনে রাখবো আজীবন।