মেনু

কক্সবাজারে ৪২ হাজার জাল টাকাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার সদরের জানারঘোনা এলাকা থেকে ৪২ হাজার জাল টাকাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকরা হলো- নুরুল ইসলাম (৪৫) ও মোহাম্মদ আলী (৩৭)।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত ১১ টায় জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকষ টিম অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবির কর্মকর্তা জানান, দীর্ঘদিন যাবত তারা অন্যান্য সহযোগীদের মাধ্যমে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় জাল টাকা বাজারজাত করে আসছে।

এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে জাল টাকাসহ হাতেনাতে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।