ইবি প্রতিনিধি-ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আলিয়া মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ধারা নিয়ে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে সংশ্লিষ্ট অনুষদের সভাকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ সোলায়মান উপস্থিত ছিলেন। প্রধান আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক ড. আ খ ম ওয়ালী উল্লাহ ও অধ্যাপক ড. আখতার হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ড. আ.হ.ম নূরুল হক। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষকরা আলোচনা উপস্থাপন করেন।
সেমিনারে অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমানের তত্বাবধানে গবেষণা পত্র উপস্থাপন করেন আব্দুস ছবুরর মাতুব্বর। সেমিনারে বাংলাদেশের প্রেক্ষিতে আলিয়া মাদ্রাসা শিক্ষার পাঠ্যসূচি ও পাঠ্যক্রম নিয়ে আলোচনা করেন বক্তারা।