বাংলাদেশ স্কাউট, সিলেট জেলা বার্র্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, আমাদের নিজেদের প্রয়োজনেই স্কাউট আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। যুব সমাজের মধ্যে স্কাউটিং একটি জনপ্রিয় আন্দোলন, তার সম্প্রসারণের মাধ্যমে সু-নাগরিক গড়ে তুলা সম্ভব। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতেও স্কাউটিং কার্যক্রম অব্যাহত রাখতে। গতকাল বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে জেলা স্কাউট সম্পাদক মো: মকব্বির আলীর সঞ্চালনায় প্রধান স্কাউট ব্যক্তিত্বের বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের কমিশনার মুবিন আহমদ জায়গীরদার। কোরআন থেকে তেলাওয়াত করেন স্কাউটার আমিনুর রহমান, গীতা পাঠ করেন স্কাউটার স্বপন চন্দ্র নাথ।
কাউন্সিল অধিবেশনে বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলার সহ-সভাপতি প্রবীণ স্কাউটার আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিগত কাউন্সিল সভার কার্যবিবরণী পাঠ করেন, জেলা স্কাউট সম্পাদক মো: মকব্বির আলী। ২০২০-২০২১ ইং প্রোগ্রাম ক্যালেন্ডার উপস্থাপন করেন জেলা স্কাউট লিডার মো: আব্দুল হাই এএলটি, নির্বাহী কমিটি অনুমোদিত বাজেট ও বিগত বছরের নিরিক্ষিত আয়-ব্যয় উপস্থাপন করেন জেলা স্কাউট কোষাধ্যক্ষ স্বপন চন্দ্র নাথ। কাউন্সিল অধিবেশনে বিভিন্ন বিষয়ের উপর অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলা কমিশনার মামুন আহমদ,স্কাউটার এমদাদুল হক সিদ্দিকী এএলটি, জেলা স্কাউটস’র সহকারি কমিশনার হিফজুর রহমান খান, জেসমিন বেগম, যুগ্ম সম্পাদক মুছলিমা বেগম, জকিগঞ্জ উপজেলা সম্পাদক শীতাংসু বিশ্বাস, গোলাপগঞ্জ উপজেলা সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ।