নেত্রকোনার কলমাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনের ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার রাতে কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত রাকিব (১৯) কলমাকান্দা সদর ইউনিয়নের মন্তলা গ্রামের ফজল হকের ছেলে।
স্থানীয়রা জানান, আগামী ১৯ ফেব্রæয়ারি কলমাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতি নির্বাচনে ছাতা প্রতীক নিয়ে সভাপতি প্রার্থী হয়েছেন মো. জহিরুল ইসলাম মোস্তফা। বুধবার রাতে ছাতা প্রতীকের ব্যানার টানাতে রাকিব কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাদে উঠে। ব্যানার টানানোর এক পর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছাদ থেকে রাস্তায় পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন ঘটনার স্থল থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকিবের শারীরিক অবস্থার অবনতি দেখে অধিকতর চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এবিষয়ে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোহরাব হোসেন লিংকন জানান, রাকিবের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে অধিকতর চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।