করোনা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ থেকে মুক্তির প্রশিক্ষণ


গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
কিভাবে কোভিড-১৯, ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ থেকে মুক্ত থাকা যায় তার ওপর আলোকপাত করে নাটোরের গুরুদাসপুরে চারদিন ব্যাপি জনসচেনা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত হয়েছে। রবিবার থেকে বুধবার চারদিন ব্যাপি ওই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ প্রদান করেন ডা. শরিফুল ইসলাম, ইউজিডিপি কর্মকর্তা শ্রী প্রদীপ কুমার ও ডা. মেজবাউল হক।
জানা যায়, রবিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ওই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। প্রতিদিন ৩২ জন করে চারদিনে বিভিন্ন পেশার ১২৮ নারী পুরুষকে ওই প্রশিক্ষণ দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগ ও জাইকা’র আর্থিক সহায়তায় উপজেলা পরিষদ ওই প্রশিক্ষণের আয়োজন করে।