সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বগুড়া জেলা শাখার আয়োজনে সোমবার বিকেলে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষ করতোয়ায় বগুড়ার কাহালু বেতার কেন্দ্র চালুর বিষয়ে জেলার বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সাংস্কৃতিক অঙ্গণে বগুড়া শুরু থেকে সারাদেশে সমৃদ্ধ একটি জেলা। এই জেলার গুণী শিল্পীরা দীর্ঘদিন থেকে রংপুর বেতারে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কিন্তু এই জেলার মানুষ তা কোনভাবেই উপভোগ করতে পারেনা। অপরদিকে বাংলাদেশ বেতার বগুড়া কেন্দ্রের অনুষ্ঠান বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের মাধ্যমে রিলে করে প্রচার করা হয় যা বাংলাদেশ বেতার রাজশাহী নামে প্রচারিত হয়। এতে শিল্পী ও কলাকুশলীগণ প্রাপ্য স্বীকৃতি থেকে বঞ্চিত হয়, যা সৃষ্টিশীল শিল্পী ও কলাকুশলীদের জন্য খুবই হতাশাজনক। সভায় উপস্থিত সাংস্কৃতিক অঙ্গণের সকলের এমন হতাশা ও দ্রুততম সময়ে কাহালু বেতার কেন্দ্র চালু করার দাবির প্রেক্ষিতে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক। তিনি বলেন, বগুড়ায় যোগদানের পর কাহালু বেতারকেন্দ্রের বিষয়টি তার নজরে এসেছে। ইতিমধ্যেই এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের সচিবের নিকট বিস্তারিত উল্লেখ করে পত্র প্রেরণ করা হয়েছে। বগুড়াবাসীর সকলের এই গণদাবির বিষয়ে অবশ্যই আন্তরিকভাবে কাজ করা হবে মর্মে জানান জেলা প্রশাসক। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বগুড়া জেলা শাখার সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য গৌতম কুমার দাস এর সভাপতিত্বে সভায় এসময় জেলা প্রশাসনের পক্ষে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব উজ্জ্বল কুমার ঘোষ ও সহকারী কমিশনার (গোপনীয়) আশরাফুর রহমান। মতবিনিময় সভায় এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া জেলা শাখার সভাপতি তৌফিক হোসেন ময়না, সাধারণ সম্পাদক সাইদ সিদ্দিকী, বগুড়া ইয়ুথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর সভাপতি আব্দুল মোবিন জিন্নাহ, অনুশীলন-৯৫ সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক লিপি প্রধান, সপ্তস্বর শিল্প গোষ্ঠির সাধারণ সম্পাদক মোঃ আসাদ হোসেন, সুর সারগাম সংগীত একাডেমির সাধারণ সম্পাদক প্রনবকান্ত সান্যাল, সপ্তসুর সংগীত একাডেমির বিমল কবিরাজ, শিকর সঞ্চারী সাংস্কৃতিক একাডেমীর সভাপতি শিরিন সুলতানা কদমতলী ঐক্যতান সাংস্কৃতিক সংসদ এর সাধারণ সম্পাদক তপন কুমার রায়, স্বরলিপি সংগীত একাডেমির সভাপতি হেমন্ত কুমার সরকার, বগুড়া জেলা নৃত্য শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মাহাবুব হাসান সোহাগ, বগুড়া আর্ট এন্ড মিউজিক একাডেমির পরিচালক আজিজুল হক খন্দকার, আবৃতি প্রশিক্ষক সাদিয়া চৌধুরী, বগুড়া ভাওয়াইয়া পরিষদ এর সাধারণ সম্পাদক মাসিয়ার রহমান ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দাস। মতবিনিময় সভার পূর্বে বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হকের হাতে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার ম্যাগাজিন তুলে দেওয়া হয়।