নাজিম হাসান,রাজশাহী থেকে:
রাজশাহীর জেলার তিন পৌরসভার নবনির্বাচিত মেয়ররা শপথ গ্রহণ করেছেন। একইসাথে এসব পৌরসভার সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর শপথ নিয়েছেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্টানে সর্ব প্রথমে জেলার বাগমারার ভবানীগঞ্জ পৌরসভা,আড়ানী পৌরসভা ও কাঁকনহাট পৌরসভার নবনির্বাচিত মেয়রদের বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর শপথবাক্য পাঠ করান। এসময় বিভাগীয় কমিশনার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, মানুষ ভালবেসে আপনাদের প্রতি আস্থা রেখে আপনাদের নির্বাচিত করেছেন। এবং রাগ-অনুরাগ এর বশবর্তী হয়ে কখনও কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।
এছাড়া দায়িত্ব পালনের সময় মানুষের সেই আস্থার যেন প্রতিফলন ঘটে। বর্তমান সরকার স্থানীয় সরকারকে অনেক গুরুত্ব দিয়ে আসছে। সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে মানুষের আস্থার প্রতিফলন ঘটবে। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার পরিচালক জিয়াউল হক, উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।