ইবি প্রতিনিধি-ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২১ পালিত হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষ্যে বেলা ১১টার দিকে ক্যাম্পাসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান, কেন্দ্রীয় গ্রন্থাগারের পরিচালক (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফসহ গ্রন্থাগারের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান। তিনি বলেন, ‘মানুষকে আলোকিত করতে গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উন্নত সমাজ বির্নিমাণে সকলের গ্রন্থাগারের সাথে সম্পর্ক থাকা জরুরী।’