মোাঃ এমরান আলী রনা সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
সিংড়ায় প্রথম পর্যায়ে করোনা সম্মুখ যোদ্ধা স্বাস্থ্য,কর্মী,পুলিশ,সাংবাদিক,মুক্তিযোদ্ধা,সরকারী কর্মকর্তা ও জন প্রতিনিধি সহ ১৬ ক্যাটাগরির ৫হাজার মানুষকে করোনা ভাইরাসের টিকা দেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ১০ হাজার ডোজ টিকা ইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌছেছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এই টিকার ডোজ গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ রকিবুল হাসান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান সহ চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম জানান,আগামী রবিবার প্রথম পর্যায়ে টিকাদান কর্মসূচী কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে স্বাস্থ্য কর্মীদের টিকা দেওয়ার প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। পরের পর্যায়ে ৫৫ উর্দ্ধো বয়সের মানুষের জন্য অন লাইনে নিবন্ধন করে টিকা দেয়া কর্মসুচি উন্মুক্ত থাকবে।