পাবনার ভাঙ্গুড়ায় করোনার টিকা পৌঁচেছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় পাবনা সিভিল সার্জন কার্যালয় থেকে এ্যাম্বুলেন্সে করোনার টিকা পৌঁচে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। জানা যায়, প্রথম চালানে মোট ৪১০ ভায়েল টিকা রয়েছে যা দিয়ে ২০০০ জনকে দুই দফায় টিকা প্রদান করা যাবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহণের সময় উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান, পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হালিমা খানম, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন প্রমুখ
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হালিমা খানম বলেন, আগামী ৭ তারিখ থেকে টিকা প্রদান শুরু করা হবে।
পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল জানান, সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের জন্য পৌরসভা থেকে একটি জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যে কোনো প্রয়োজনে পৌর কর্তৃপক্ষের সহোযোগিতা অব্যহত থাকবে।