শেষ নিমন্ত্রণ

তুমি আমি কাছেই ছিলাম যতই বহুদূর
অর্থ লাগি সম্পর্কের অর্থই হলো চুর!
এখন তোমার নেই যে সময় পিছন পানে চাওয়ার
পিছলে পড়া শূন্য হৃদয় কাঁদছে কেবল আমার।
তুমি আমি শূন্য যখন দোহা-ই ছিলাম দামী
সময় ব্যাবধানে আজি হেলায় থাকি আমি।

নামী-দামীর সংস্পর্শ সদাই তোমার কাছে
সমাজ বুকের মর্যাদারাও তোমার হয়েই হাসে।
আমি ক্রমেই তলিয়ে যাব চোরাবালির মাঝে
তোমার আমার মধুর স্মৃতি কান্না হয়ে বাজে!
হয়তো তোমার, আমার কথা পড়েনা আর মনে
আমরা দুজন ছিলাম সুজন একই গৃহকোণে।

শেষ বিদায়ের ক্ষণে তুমি একবার কিন্তু এসো
আগে যেমন বাসতে ভাল,তেমন ভালই বেসো।
উদভ্রান্ত চেহারায় বসন এলোমেলো-
চোখের পানির দুটি ফোঁটা আমার লাগি ফেলো,
আতœা আমার আতœহারা তোমার অমন দানে!
বিদায় নিয়ে চলব তখন আপন গৃহপানে।