আ.লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আমিনুল ইসলাম রাবেল নির্বাচিত

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ও পৌর আওয়ামীলীগের সভাপতি মো. আমিনুল ইসলাম (রাবেল)। এ পৌরসভায় জগ প্রতীক নিয়ে তিনি ১৩০৩ ভোটের ব্যবধানে প্রতিদ্ব›দ্বী প্রার্থীকে হারিয়েছেন। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন।

পৌরসভার ৯টি কেন্দ্রে মো. আমিনুল ইসলাম ৫ হাজার ৮৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী জাকারিয়া আহমদ পাপলু মোবাইল প্রতিকে পেয়েছেন ৪ হাজার ৫৪৮ ভোট। এর আগের সর্বশেষ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী পাপলুকে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন আমিনুল ইসলাম রাবেল।

অন্য দুজন হচ্ছেন পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন (ধানের শীষ) ৪ হাজার ২২২ এবং পৌর আওয়ামীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ (নৌকা) ১ হাজার ১৭৫।

এ ছাড়াও নির্বাচনে ১ নং ওয়ার্ড থেকে জহির উদ্দিন সেলিম (উটপাখি), ২নং ওয়ার্ডে জামিল চৌধুরী (গাজর), ৩নং ওয়ার্ডে জবান আলী (উট পাখি), ৪নং ওয়ার্ডে ফজলুল আলম (পানির বোতল) , ৫নং ওয়ার্ডে রুহিন আহমদ খান (পানির বোতল), ৬নং ওয়ার্ডে জাহেদ আহমদ (গাজর), ৭নং ওয়ার্ডে হেলালুজ্জামান হেলাল (পানির বোতল), ৮নং ওয়ার্ডে ফারুক আলী (উট পাখি) , ৯ নং ওয়ার্ডে নজরুল ইসলাম (টেবিল ল্যাম্প) বেসরকারি ভাবে কাউন্সির নির্বাচিত হয়েছেন।

সংরক্ষিত আসন ১,২,৩ ওয়ার্ডে শেফা বেগম (জবা ফুল), ৪,৫,৬ ওয়ার্ডে মেহেরুন বেগম (আনরস) ও ৭,৮,৯ নং ওয়ার্ডে মনোয়ারা ফেরদৌসি (চশমা) বিজয়ী হয়েছেন

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান জানান, কোনো ধরনের গোলযোগ ছাড়া শান্তিপূর্ণভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার মোট ভোটার ২৩ হাজার।