পার্বত্য বান্দরবানের আলীকদম ও লামা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মনজুরুল হাসান, পিবিজিএম, পিএসসি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন ষ্টাফ অফিসার মেজর মোঃ জামান ও জোন জেসিও ওয়ারেন্ট অফিসার মোঃ আকরাম হোসেন। মত বিনিময় সভায় আলীকদম সেনা জোনের নিয়ন্ত্রনাধীন লামা ও আলীকদম উপজেলায় কর্মরত প্রায় পঁয়ত্রিশ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
এসময় আলীকদম উপজেলাকে পর্যটন সমৃদ্ধ করা, কলেজ স্থাপন করা, পাহাড়িদের ঐতিহ্যবাহী তাঁত শিল্প ও বাঁশ-বেত দ্বারা তৈরী সরঞ্জামাদি জনপ্রিয় করে তোলা, আলীকদম ও লামা উপজেলায় বিদ্যমান সন্ত্রাসী কার্যক্রম দমন, মাদক সেবন ও চোরাচালান দমন, এবং আলীকদম ও লামা উপজেলার সার্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় প্রধান অতিথি লেঃ কর্ণেল মোঃ মনজুরুল হাসান, পিবিজিএম, পিএসসি বলেন, সেনা বাহিনী পরিবার পরিজনকে দুরে রেখে পার্বত্য চট্টগ্রাম কাজ করছে এখানকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। কোন অবস্থাতেই এখানকার শান্তি সম্প্রীতি ও উন্নয়নকে ব্যহত করা যাবেনা। প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে সাধ্যমত কাজ করে যেতে হবে। আলোচনা শেষে প্রধান অতিথি দুই উপজেলার সাংবাদিকদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।