সিংড়া পৌরসভায় নৌকাকে বিজয়ী করতে মাঠে শিক্ষকরা

নাটোর প্রতিনিধি
সিংড়া পৌরসভা কে একটি উন্নয়নের রোল মডেল পৌরসভা গড়তে নৌকা মার্কা প্রতীকের কোন
বিকল্প নেই।সিংড়া পৌরবাসীর মার্কা, নৌকা মার্কা। এই ¯¬গান ব্যাক্ত করে,আসন্ন ৩০ শে জানুয়ারী সিংড়া পৌর মেয়র নির্বাচন সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার মনোনীত মেয়র প্রার্থী মোঃ জান্নাতুল ফেরদৌস কে পুনরায় বিপুল সংখ্যক ভোটে বিজয়ী করতে মাঠে নেমেছেন শিক্ষকরা।বিলহালতী ত্রিমোহনী অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ গোলাম সরওয়ারের নৃতৃত্বে বিভিন্ন কলেজ প্রতিষ্ঠানের প্রভাষকগণ এবং আওয়ামীলীগের নেতৃবৃন্দের নিয়ে নৌকা মার্কা প্রতীকে বিজয়ী করতে সোমবার বিকেল ৩ঃ৩০ ঘটিকায় পৌরসভার ০৪ নং ওয়ার্ডের মাদারীপুর (প্রফেসর পাড়া) প্রত্যেক ঘরে ঘরে নৌকা মার্কা প্রতীকে একটি করে ভোট প্রার্থনা করেন।

ভোট নির্বাচনী কমিটির আহ্বায়ক ও বিলহালতী ত্রিমোহনী অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব, মোঃ গোলাম সরওয়ার হোসেন সহ উক্ত নির্বাচনী এলাকায় উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক,মোঃ হান্নান শাহরিয়ার।
প্রধান শিক্ষক,মোঃ ফজলুল হক।
প্রভাষক,শ্রী বিপ্লব কুমার দত্ত।
প্রভাষক, শ্রী মলয় কুমার সাহা।
প্রভাষক, মোঃ এস এম সাদ্দাম হোসেন। প্রভাষক মোঃ হাসান আব্দুল্লাহ আল মামুন।
প্রভাষক নেহাল হোসেইন।

এছাড়াও ছিলেন ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়ন আওয়ামী- লীগের সাধারণ স¤পাদক
মোঃ মুকুল হোসেন।
যুগ্ন স¤পাদক মোঃ জাকির হোসেন।
সহঃসভাপতি মোঃ আব্দুস সালাম।
সিংড়া গোল- ই আফরোজ সরকারী কলেজের এ,জি,এস মোঃ বেলায়েত হোসেন সহ স্থানীয়
নেতৃবৃন্দ।