সেন্টমার্টিনে মাছ ধরার ট্রলার ডুবি : ৪ জনের মৃত্যুদেহ উদ্ধার


কক্সবাজার প্রতিনিধি :
বঙ্গোপসাগরের কক্সবাজারের সেন্টমার্টিনে এফভি যানযাবিল নামে মাছ ধরার একটি জাহাজ ডুবে গেছে। ২৩ জানুয়ারী শনিবার ভোরে সেন্টমার্টিনের ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগরে এ জাহাজ ডুবির দূর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১৩ জনকে এবং নিখোঁজ রয়েছে আরো ৯ জন।

কোস্টগার্ডের চট্টগ্রাম অফিসের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার হাবিবুর রহমান জানিয়েছেন, ডুবে যাওয়া মাছ ধরার জাহাজ এবং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কোস্টগার্ডের জাহাজ শ্যামল বাংলা এবং নৌবাহিনীর দু’টি জাহাজ সমুদ্র বিজয় ও নির্মূলের উদ্ধারকারী দল অভিযান অব্যাহত রেখেছে।

এর আগে ভোরে এফভি যানযাবিল নামের এ মাছ ধরার জাহাজটি ডুবে গেলে আশপাশের অন্য মাছ ধরার জাহাজ কয়েকজনকে উদ্ধার করে।