লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভার নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারি।
এবারে এ দুই পৌরসভার মেয়র পদে নতুন প্রার্থী দিয়েছেন ক্ষমতাসীন আ’লীগ।অন্যদিকে,বিএনপি’র আগের প্রার্থীরাই পুনরায় মনোনয়ন পেলেও যোগ্য প্রার্থীর অভাবে স্বস্তিতে নেই জাপা।
জানা গেছে,লালমনিরহাট পৌরসভার দুইবারের নির্বাচিত বর্তমান মেয়র রিয়াজুল ইসলাম রিন্টুকে দলিয় মনোনয়ন নৌকা প্রতীক না দিয়ে এবারে দেয়া হয়েছে দলের ত্যাগী নেতা এক সময়ের সাংবাদিক সহকারি অধ্যাপক লালমনিরহাট পৌর আ’লীগ সভাপতি মোফাজ্জল হোসেনকে এবং পাটগ্রাম পৌরসভার বর্তমান মেয়র তিনবারের নির্বাচিত মেয়র ৩৩ বছরের অপরাজেয় জনপ্রতিনিধি মোঃ শমসের আলীকে বাদ দিয়ে দলিয় প্রতীক নৌকার মনোনয়ন পেলেন পাটগ্রাম উপজেলা যুবলীগ সভাপতি মোঃরাশেদুল ইসলাম সুইট।
অন্যদিকে,বিএনপি’র ধানের শীষ প্রতীক মনোনয়ন দেয়া হয়েছে লালমনিরহাট পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন রানাকে এবং পাটগ্রাম পৌর বিএনপি’র আহবায়ক তিনতিনবার অল্প ভোটে পরাজিত জনপ্রিয় নেতা একেএম মোস্তফা সালাউজ্জামান ওপেল এবারও পাটগ্রাম পৌরসভার নির্বাচনে ধানের শীষ প্রতীক মনোনয়ন পেয়েছেন।
লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভার নির্বাচন বেশ জমে উঠেছে।কে হচ্ছেন আগামীর নগর পিতা এমন আলোচনা এখন তুঙ্গে।নির্বাচন সুষ্ঠু হলে গনেশ উল্টে যেতে পারে এমন ধারনা সচেতনমহলে।জাপা’র প্রার্থী এখনও চূড়ান্ত না হওয়ায় স্বস্তিতে নেই জাপা ১৭ তারিখ রোববার নমিনেশন ফরম দাখিলের শেষ সময় পর জানা যাবে কে বা কারা হচ্ছেন জাপা’র প্রার্থী।পাটগ্রামে বিএনপি নেতা সাবেক কাউন্সীলর শাহীনুর আরেফিন রতনকে জাপা লাঙ্গল প্রতীক মনোনয়ন দিতে চায় এমন আলোচনা শোনা যাচ্ছে।ভোটের মাঠে জনপ্রিয় এ নেতা বিএনপি ছেড়ে জাপাতে যোগদান করবেন কি’না সেটাই এখন দেখার অপেক্ষায় আছেন পৌরবাসী।এদিকে,ক্ষমতাসীন দল আ’লীগের ঘরে অভ্যন্তরীণ কোন্দল মিটেগেলে এবারে হয়তো থাকছে না বিদ্রোহী প্রার্থী।সব ঠিকঠাক থাকলে নৌকার সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপি’র ধানের শীষ প্রতীক প্রার্থীর এমনটাই বলছেন অনেকে।
পাটগ্রাম ও লালমনিরহাট পৌরবাসী মনে করেন সৎ যোগ্য ও জনগণের প্রকৃত বন্ধুকেই নির্বাচিত করা হবে।
পাটগ্রাম পৌরসভার মেয়র মোঃ শমসের আলী ও লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু আজীবন অপারেজয় থেকে গেলেন।তাঁরা দু’জনে দলিয় সিদ্ধান্ত মেনে নিয়েছেন।তাঁরা আশা প্রকাশ করে বলেন,যতদিন বেঁচে থাকবেন ততদিন আওয়ামী রাজনীতির সাথে থেকে জনসেবা করে যাবেন।