মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার পৌরসভার ৪নং ওয়ার্ড তথা পৌরবাসীদের আমি কখনো ভুলতে পারবোনা। আপনাদের মূল্যবান ভোটে পুনরায় নির্বাচিত হলে উন্নয়নের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আমি অঙ্গীকারবন্ধ। শান্তিবাগ, মধ্যপাড়া, মুসলিম কোয়ার্টার ও রামকৃঞ্চ মিশন এলাকা নিয়ে গঠিত ৪নং ওয়ার্ডের বর্তমান পৌর কাউন্সিলর মনবির রায় মঞ্জু‘র সাংবাদিকদের সাথে একান্ত আলাপকালে তিনি পৌরবাসীর উদ্যোশে এসব কথা বলেন। স্বপ্নের কথা নয়, বাস্তবতা জানিয়ে তিনি আরো জানান- ১৯৮৪ইং সালে ১ম সে সময়ে ২নং ওয়ার্ড। বর্তমান ৪,৫ ও ৬নং ওয়ার্ডে পৌরসভা নির্বাচনে অংশ গ্রহণ করে আমি অনেক ভোটের ব্যবধানে জয়লাব করি। পৌরবাসীর ভোটে নির্বাচিত হয়ে সেবক হিসাবে কাজ করে যাচ্ছি। জনগণের ভোটের আস্থা, পৌরবাসীর আমানতের অমর্যাদা বা অপব্যবহার করিনি। অবকাঠামোগত বিভিন্ন উন্নয়নের সেই প্রচেষ্টা আজও বজায় রয়েছে। শান্তিবাগ স্কুল রোড, টি,সি, মার্কেট লিংক রোড, ইরেশ লাল রোড, মধ্যপাড়া রোড, খাঁন বাহাদুর আলাউদ্দিন রোড, মুসলিম কোয়ার্টার মসজিদ রোড ও মসজিদ লিংক রোড কাজ পুনঃ সংস্কার, ক্লিন সিটি প্রকল্পের অধীনে ওয়ার্ডের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য গৃহস্থলিবর্জ্য সংগ্রেহ চালু করণ, যাহা পাইলট প্রকল্প হিসাবে এই ওয়ার্ডেই প্রথম চালু করি। পুরাতন বৈদ্যুতিক খুটি অপসারণ করে নতুন খুটি স্থাপনের ব্যবস্থা করণ ও সার্বক্ষনিক সচল রাখার চেষ্টা অব্যাহত রাখার চেষ্টা করি, শান্তিবাগ এলাকা ও চাঁদনীঘাট ব্রিজের (মনু নদীর তীর) পূর্ব দিক থেকে পোষ্ট অফিস এর সামন পর্যন্ত সৌন্দর্য্য বর্ধনের জন্য পৌর মেয়রের মাধ্যমে ১০ কোটি টাকা বাজেটের টেন্ডার কাজ সমাপ্ত হয়েছে। কিছু দিনের মধ্যেই কাজ শুরু হবে। এছাড়া বর্তমান মহামারি করোনাকালীন সময়ে ওয়ার্ডের জনগণের কাছে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া, করোনা আক্রান্ত রোগীদের খোঁজ খবর রাখা। এবং জলাবদ্ধতা জনিত দুর্ভোগ থেকে কোদালীছড়া পয়নিস্কাশন প্রতিবন্ধকতা অপসারণ প্রকল্পে সার্বক্ষনিক জড়িত থাকাসহ ধর্ম,বর্ণ, দল-মত নির্বিশেষে ওয়ার্ডবাসীসহ পৌর জনগন আমার আন্তার আন্তীয়ে পরিণত হয়েছেন। তা আমি কখনো ভুলতে পারবো না। আমার যৌবন ও মধ্যম বয়স আপনাদের সেবায় ছিলাম। শেষ বয়সেও আপনাদের সেবায় কাটিয়ে দিতে চাই।