পাবনার ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এদিন দুপুর বারোটায় ভাঙ্গুড়া মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন ভোট প্রদান করেন। সকাল থেকেই তীব্র শীত উপেক্ষা করে ভোটকেন্দ্রের লম্বা লাইন শুরু হয় ভোটারদের। পৌরসভায় নয়টি ওয়ার্ডে ৮৩৩৩ জন নারী ও ৭৯৯৯ জন পুরুষ ভোটার রয়েছে।
সরেজমিনে দেখা যায়, আজকের পৌরসভা নির্বাচনে ২২ জন পুরুষ কাউন্সিলর প্রার্থী ১০ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে প্রতিদ্বন্দ্বী না থাকায় পৌর মেয়র পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না। এদিন শনিবার সকাল হতেই প্রত্যেক কেন্দ্রে নারী ও পুরুষ ভোটাররা লাইনে দাঁড়ায়। তবে পুরুষের তুলনায় নারীদের উপস্থিতি বেশি। সকালের পর থেকেই কাউন্সিলর প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে ভোট দেন। এসময় কাউন্সিলর প্রার্থীদের কর্মীরা ভোটকেন্দ্রের বাইরে ভোটারদেরকে আকৃষ্ট করার চেষ্টা করেছেন।
প্রতিটি ভোটকেন্দ্রে কর্মী-সমর্থকদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে ভোটাররা অনেক খুশি।