গোতামারীসহ ৭ ইউনিয়নে আবারো নৌকার মাঝি দেখতে চায় ভোটাররা


লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের পরপর তিনবার নির্বাচিত চলতি চেয়ারম্যান আবুল কাশেম সাবু মিয়াকে আগামী নির্বাচনে আবারো নৌকার মাঝি দেখতে চায় ইউনিয়ন বাসি। এনিয়ে আগাম হোটেল মোটেলে ভোটারদের মুখে আলোচনা সরব হয়ে উঠেছে। জানাগেছে,আগামী ১৪ ফেব্রয়ারী লালমনিরহাট পৌরসভা নির্বাচনের পর ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সরগরম হয়ে উঠতে যাচ্ছে গোতামারী ইউনিয়ন। জেলার ৪৫টি ইউনিয়নের মধ্যে আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের আলহাজ্ব মোসাদ্দেক হোসেন চৌধুরী, ভেলাবাড়ী ইউনিয়নের মোহাম্মদ আলী,হাতিবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আবুল কাশেম সাবু মিয়া ,সিাঙ্গমারী ইউনিয়নের মনোয়ার হোসেন দুলু ও ভেলাগুড়ি ইউনিয়নের মহির উদ্দিন চেয়ারম্যানকে নিয়ে আবারো নৌকার মাঝি দেখতে চেয়ে জনতার মুখ আগাম মুখরিত হয়ে উঠেছে। হাতিবান্ধার গোতামারী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম সাবু মিয়া পরপর ৩ বার,ভেলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী ৭ বার, সিঙ্গীমারী ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু ২ বার ও ভেলাগুড়ি ইউনিয়নের মহির উদ্দিন ২ বার জনতার বিপুল ভোটে বিজয়ী হন। এদিকে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব ৭ বার, আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ছালেকুজ্জামান ছালেখ পরপর নির্বাচিত হন। এর মধ্যে অন্যতম ইউনিয়ন হাতিবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম সাবু মিয়া তার ইউনিয়নের উন্নয়নে মডেল হয়েছেন জানান স্থানীয়রা। এব্যাপারে আবুল কাশেম সাবু মিয়া বলেন, আমার কোন বক্তব্য নয় জনগনের বক্তব্যে আমার বক্তব্য।