সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলা পুলিশের আয়োজনে বুধবার সকালে শহরের করোনেশন ইনস্টিটিউশন এন্ড কলেজ মাঠে স্বাস্থ্যবিধি মেনে জেলার প্রায় ৩ শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে ভাল মানের কম্বল বিতরণ করা হয়েছে।
কনফিডেন্স পাওয়ার বগুড়া লি. এর সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে আলী হায়দার চৌধুরী (প্রশাসন), আব্দুর রশিদ (অপরাধ), মোতাহার হোসেন (ডিএসবি), ফয়সাল মাহমুদ (সদর সার্কেল), বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবির, বগুড়া করোনেশন ইনস্টিটিউশন এন্ড কলেজের সভাপতি এবং বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, বগুড়া পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী, সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম প্রমুখ। জেলা পুলিশের পক্ষে শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে এসপি আলী আশরাফ বলেন, পুলিশিং কার্যক্রমের পাশাপাশি বগুড়া জেলা পুলিশ পরিবার নানা মানবিক কাজ পরিচালনা করে থাকে। প্রতিবছর নিজেদের উদ্যোগে এবং পাশাপাশি বিভিন্ন মাধ্যমের সহযোগিতায় বগুড়াতে কয়েক দফায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসপি আশরাফ বলেন, মানবতায় পরম ধর্ম তাই সুবিধাবঞ্চিত এবং শীতার্ত মানুষের সহযোগিতায় সকলকেই নিজ নিজ অবস্থান থেকে প্রয়োজন অনুসারে মানবিকভাবে এগিয়ে আসা উচিত।